ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


লক্ষ্মীপুর-৩ আসনে বিপুল ভোটে বিমানমন্ত্রীের নৌকা জয়


৩১ ডিসেম্বর ২০১৮ ০৯:৩২

আপডেট:
৩১ ডিসেম্বর ২০১৮ ০৯:৩২

বিপুল ভোটে বিমানমন্ত্রীের নৌকা জয়

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ২লাখ ৩৩হাজার ৭২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (ধানের শীষ) পেয়েছেন ১৪ হাজার ৪৯২ ভোট। রোববার (৩০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে লক্ষ্মীপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৬১৩। এদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৪০০ জন। পুরুষ ভোটার ১লাখ ৬৮ হাজার ২১৩ জন। এখানে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ১১৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।