জামানত হারালেন ববি হাজ্জাজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রধান ববি হাজ্জাজ জামানত হারিয়েছেন।
হারিকেন প্রতীকে ৭৫০ ভোট পেয়ে জামানত হারান ববি হাজ্জাজ। এ আসনে মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশীদ লাঙ্গল প্রতীকে ৯৩ হাজার ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের সুব্রত চৌধুরী পেয়েছেন ২৩ হাজার ৬৯০ ভোট।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোয়ার খান হাতপাখা প্রতীকে ২২৭২ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন।
ববি হাজ্জাজের নেতৃত্বে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আত্মপ্রকাশ করে নতুন নির্বাচনি জোট গণঐক্যের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হারিকেন প্রতীকে প্রায় ১০০ আসনে প্রার্থী দিচ্ছে এই জোট।অথচ নিজের আসনে তিনি জামানত হারান এ্ই শীর্ষ নেতা।