নির্বাচিতদের গেজেট প্রকাশ, শপথ বৃহস্পতিবার সকাল ১০টায়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান।
মঙ্গলবার রাতের মধ্যেই যাতে বিজয়ীদের নাম-ঠিকানা যেন সরকারি মুদ্রণালয়ে পাঠানো সম্ভব হয়, এ জন্য জোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। কোনো কারণে কাজ শেষ করা সম্ভব না হলে বুধবার গেজেটের ম্যাটার বিজি প্রেসে পাঠানো হবে। এ ক্ষেত্রে গেজেট প্রকাশ হবে বুধবার।
ইসি সচিব জানান, নির্বাচিতদের গেজেট প্রকাশের সব প্রস্তুতি চলছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। সব তৈরি করে প্রেসে পাঠানোর চেষ্টা করা হবে। আজকের (মঙ্গলবার) মধ্যে সম্ভব না হলে কাল (বুধবার) গেজেট প্রকাশ হবে।
গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি সচিবালয়।
সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিনদিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।
কিন্তু সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।
তবে ভোটের কতদিন পর গেজেট হবে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্যপদ খারিজ হয়ে যাবে।
এদিকে নতুন এমপিদের শপথ ৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ কক্ষের ধারণক্ষমতা কম হওয়ায় দুই দফায় শপথ হবে। সংসদের আইনশাখার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সংসদ ভবন ঘুরে দেখা গেছে, সেখানে সাজসাজ রব। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে শপথ কক্ষ। বুধবারের মধ্যে নির্বাচন কমিশন ফলাফল গেজেট আকাশে প্রকাশ করার পরই নতুন এমপিদের ফোন করে শপথের কথা জানিয়েছে দেয়া হবে।
এর আগে, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, আগামীকাল (বুধবার) সংসদ সদস্যদের গেজেট প্রকাশ হবে এবং আগামী ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) তারা শপথ নেবেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে তিনদিনের মধ্যে গেজেট প্রকাশের পর ৯ জানুয়ারি নির্বাচিত শপথ পড়ানো হয়।
প্রসঙ্গত, গত রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। ঘোষিত ফল অনুযায়ী আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে (আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি তিন, জাসদ দুই, বিকল্পধারা দুই, তরীকত ফেডারেশন এক ও জেপি এক) জয়ী হয়েছে। বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি (বিএনপি পাঁচ, গণফোরাম এক ও ঐক্যপ্রক্রিয়া এক) আসন। তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। আর স্থগিত একটি আসনে বিএনপির প্রার্থী এগিয়ে আছেন। এ ছাড়া প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে নির্বাচন আগেই স্থগিত করা হয়।