প্রধানমন্ত্রীর নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, গ্রেফতার ৫

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন অপরাধ করায় পাঁচজনকে গ্রেফতার করা হয়ে। এরা এসব অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় এবং ফেসবুকে গুজব সৃষ্টি, ভুয়া, উসকানিমূলক ও রাষ্ট্র বিরোধী প্রচারণা চালানো হতো বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
তবে কখন বা কোথা থেকে এদের গ্রেফতার করা হয়েছে তা এখনও জানানো হয়নি। এজন্য বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।