ঢাকা মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫, ২০শে কার্তিক ১৪৩২


"শহীদ জিয়া পরিষদ" নেছারাবাদ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন


প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৫ ২১:০১

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনকে বুকে ধারণ করে গঠিত সামাজিক-দেশপ্রেমে উদ্ভুদ্ধ সংগঠন “শহীদ জিয়া পরিষদ” নেছারাবাদ উপজেলা শাখার নতুন ৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (০২ নভেম্বর ২০২৫) সংগঠনের পিরোজপুর জেলা শাখার সভাপতি সিহাব আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক মোঃ রিপন শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে মোঃ জুবায়ের ইসলাম আপন সভাপতি এবং মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন- মোঃ সাঈদ, সহ-সভাপতি হিসেবে আছেন- হাবিবুর রহমান নাঈম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, রাইয়ান সাকিব, মোঃ জালিস মাহমুদ, মোঃ নাঈম হাওলাদার, মোঃ হাসিবুল ইসলাম, রানা মির্জা, মোঃ ইব্রাহিম, মোঃ লিটন, ইব্রাহিম তালুকদার, মোঃ সাফিন ও পলাশ হাওলাদার।

সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন- মোঃ আতিকুল ইসলাম (ফারহান), মোঃ মাহমুদুল হাসান ফারহান, মোঃ লিমন, মোঃ সজিব, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ তাওহিদ, মোঃ রিফাত, মোঃ মহিবুল্লাহ, মোঃ শাকিল, মোঃ ইসরাফিল, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ রায়হান রিফাত, মোঃ হাসান ও মারুফ চৌধুরী।

এছাড়াও উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হয়েছেন- মোঃ আতিকুল ইসলাম লিটু, মোঃ আজহারুল ইসলাম টুটুল, মোঃ সোহেল মৃধা এবং মোঃ তপু রায়হান।

কমিটি অনুমোদনের পর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন—

> “শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নেছারাবাদ উপজেলা শাখার নবগঠিত কমিটি সমাজের উন্নয়ন, মানবসেবা ও তরুণ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের প্রত্যেক সদস্য দেশপ্রেম, ন্যায় ও মানবতার পথে কাজ করবে—এই প্রত্যাশা করছি।”

নবগঠিত কমিটির সভাপতি- মোঃ জুবায়ের ইসলাম আপন বলেন,

> “এই কমিটি হবে ঐক্য, আদর্শ ও সংগঠনের শক্তির প্রতীক। আমরা উপজেলা পর্যায়ে শহীদ জিয়া পরিষদকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।”