স্বামীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন বিলকিস

খাগড়াছড়িতে নিজের সন্তানকে বাবার বাড়িতে লুকিয়ে রেখে স্বামীকে মিথ্যা অপহরণ মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন গৃহবধূ বিলকিস আক্তার।
নিজের নয় বছর বয়সী ছেলেকে লুকিয়ে রেখে অপহরণ নাটক করায় বিলকিসকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে আশিক নামের তার শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী জাকির হোসেনের সঙ্গে স্ত্রী বিলকিস আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল। তাই স্বামীকে ফাঁসাতে নিজের সন্তানকে বাবার বাড়িতে লুকিয়ে রাখেন বিলকিস। পরিকল্পনা অনুযায়ী ১১ জানুয়ারি স্বামী জাকির হোসেনসহ ছয়জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন তিনি।
মামলা দায়েরের পরপরই ঘটনা তদন্তে নামে পুলিশ। অভিযোগের ছয় দিনের মাথায় বুধবার (১৬ জানুয়ারি) রাতে বিলকিস আকতারের বাবার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে শিশু আশিককে উদ্ধার করা হয়। সেই সঙ্গে বিলকিসকে আটক করে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, স্বামীকে ফাঁসানোর জন্যই নিজের সন্তানকে লুকিয়ে রেখে গৃহবধূ বিলকিস অপহরণ নাটক সাজিয়েছেন। পরে তদন্ত করে ঘটনার সত্যতা উদঘাটন করে পুলিশ। মিথ্যা অপহরণ নাটক সাজিয়ে মামলা দেয়ায় বিলকিসকে আটক করা হয়েছে। তাকে আদালতে নেয়া হবে বলেও জানান ওসি।