ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


আলামিন-তুহিনদের মূল্যায়ন সময়ের দাবী : রাব্বানী


২৮ জানুয়ারী ২০১৯ ১২:৪৫

আপডেট:
৫ মে ২০২৫ ১৩:১৫

আলামিন-তুহিনদের মূল্যায়ন সময়ের দাবী : রাব্বানী

আলামিন-তুহিনদের মত দেশরত্ন শেখ হাসিনার পরীক্ষিত ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা সময়ের দাবী বলে মন্তব্য করেছেন মানবতা ফেরিওয়ালা খ্যাত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
গোলাম রাব্বানী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক ষ্টাটাসে এ দাবি করেন।
তিনি বলেন,দেশরত্ন শেখ হাসিনার পরীক্ষিত ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা সময়ের দাবী।শুভকামনা নিরন্তর..ছাত্রলীগের আলামিন-তুহিনরা আর বঞ্চিত না হোক।

উল্লেখ্য, ১/১১ এর পরীক্ষিত ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সাবেক সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিনের ওপর হামলা চালিয়েছেল ‘ছাত্রশিবির’। শিবির ক্যাডারা তাঁর দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় কমিটিতে ঠাই হয় নাই তুহিনের।অন্যদিকে হাইব্রীডদের সুবিধাভোগীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করেছে বলে মনে করেন তারা।
এদিক এদিকে ১/১১ এর পরীক্ষিত ছাত্রনেতা সাবেক বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলন ও চারদলীয় বিএনপি জামাআত সরকারের ’আমলে বিভিন্ন হামলা-মামলার নির্যাতনের শিকার এইচ এম আল - আমিনের একই অভিযোগ।

সাবেক বর্তমান নেতারা মনে করেণ, সদ্য সাবেক ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব দ্বারা পরীক্ষিত ত্যাগী কর্মী তুহিন আল আমিনের ত্যাগের মূল্যায়ন না হলেও দেশরত্ন শেখ হাসিনা অবশ্যই মূল্যায়ন করবেন।