ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ফালু দম্পতির সম্পত্তি জব্দ


২৮ জানুয়ারী ২০১৯ ২৩:১৩

আপডেট:
২৯ জানুয়ারী ২০১৯ ০০:০৬

ফালু দম্পতির সম্পত্তি জব্দ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের আদেশে ওই সম্পত্তি জব্দ করা হয় বলে সাংবাদিকদের জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি বলেন, আদালতের আদেশের ফলে এখন স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা হস্তান্তর করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কর্মকাণ্ড চালাতে কোনো বাধা নেই।

২০১৭ সালের ১৫ মে নগরীর রমনা থানায় ফালু দম্পতির বিরুদ্ধে এ মামলা করে দুদক। মামলায় ফালুর বিরুদ্ধে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। অপরদিকে তার স্ত্রীর বিরুদ্ধে ৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। পরে দুদকের আবেদনের প্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে ঢাকা মহানগর দায়রা জজ আদালত সম্পত্তি জব্দের আদেশ দেয়। ওই আদেশের পর মোসাদ্দেক আলী ফালুর স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করল দুদক।