ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


রুপগঞ্জ ছাত্রলীগের নেতা হতে মরিয়া মাদকাসক্ত মাসুম, আতঙ্কে তৃণমূল


২৯ জানুয়ারী ২০১৯ ১০:০১

আপডেট:
৫ মে ২০২৫ ১৩:৩৮

রুপগঞ্জ ছাত্রলীগের নেতা হতে মরিয়া মাদকাসক্ত মাসুম, কোনঠাসা তৃণমূল


বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এবারের শীর্ষ নেতৃত্ব বাছাই করেছেন খোদ বঙ্গবন্ধুৃর কন্যা শেখ হাসিনা ।
গত ৩১ আগস্ট রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষাণা করার পর তারা নিজেদের মতো সংগঠনের ইতিবাচক ধারা ফিরিয়ে আনার সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এরপরও বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা ইউনিট হিসাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাতে ছাত্রলীগের নতুন কমিটি দেয়ার চেষ্টা করছেন।

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটির শীর্ষ একটি পদ বাগিয়ে নিয়ে ইতিমধ্যে জোর চেষ্টা চালাচ্ছেন শেখ ফরিদ ভূইয়া মাসুম।
যদি ছাত্রলীগের যে কোনো পর্যায়ের নেতা হওয়ার মতো বয়স তার পেরিয়ে গেছে কমপক্ষে ৩ বছর আগেই।
পরীক্ষার সনদ অনুযায়ী মাসুমের বয়স ১৩ফেব্রুয়ারি, ১৯৮৭ ইং। সে হিসাবে বর্তমানে তার বয়স ৩২ চলছে। একই সঙ্গে সার্টিফিকেট অনুযায়ী তার নাম মাছুম ভূইয়া থাকলেও তিনি পোস্টার ফেস্টুনে শেখ ফরিদ ভূইয়া মাসুম ব্যবহার করে থাকেন।তিনি বর্তমান মুরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

এছাড়া মাসুম ভূইয়ার বিরুদ্ধে নিয়মিত মাদক সেবনের অভিযোগ রয়েছে। মাসুম এলাকায় ইয়াবা মাসুম হিসাবে পরিচিত এমনকি মাসুম ভূইয়ার মাদক গ্রহণের একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
আরো জানা যায়, তার বিরুদ্ধ এলাকায় চাঁদাবাজি সাধারণ মানুষের সাথে দু'ব্যবহার মহল্লার মেয়েদের ইভটিজিং করার মত মারাত্নক অপরাধের অভিযোগ রয়েছে।

একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করছে, শিল্পাঞ্চল খ্যাত রূপগঞ্জের ছাত্রলীগের শীর্ষ দুই পদের একটি কেউ বাগিয়ে নিতে পারলেই কোটি কোটি টাকার মালিক হওয়া সম্ভব।

এক্ষেত্রে আগে থেকেই কেন্দ্রেীয় ছাত্রলীগের নেতাদের শীর্ষ নেতৃত্ব আসার জন্য ব্যাপক তদবির লবিং চালিয়ে যাচ্ছেন মাসুম।
এদিকে কোনঠাসা হয়ে পড়েছেন ত্যাগী পরিছন্ন নেতাকর্মীরা যারা দীর্ঘদিন সংগ্রাম আসছেন রাজপথে বলে জানা যায়।
তৃণমূলের দাবী মাসুমকে সাপোর্ট দিয়ে যারা শেখ হাসিনাকে বিতর্কিত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ছাত্রলীগ কে কলঙ্ক মুক্ত করা হোক এই দাবি তৃণমূলের।
এ বিষয়ে অভিযুক্ত শেখ ফরিদ ভূইয়া মাসুমকে ফোন করলে তাকে পাওয়া যায়নি।