রাস্তায় পড়ে থাকা প্রধানমন্ত্রীর ছবি নিজেই ঠিক করলেন রাব্বানী

রাস্তায় ভেঙ্গেচুরে পড়ে থাকা প্রধানমন্ত্রীর ছবি এবার নিজেই ঠিক করলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। যিনি মানবিক ছাত্রনেতা ও প্রধানমন্ত্রীর ব্যাপারে আপোষহীন হিসেবে পরিচিত সর্বস্তরে।
ছাত্রলীগের সদ্য সাবেক সদস্য তউফিকুল হাসান সাগর জানান, মহাখালী থেকে যাত্রা, গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়। পাশের আসনে বসা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যলয়ের একটু আগে মাঝ রাস্তায় সহসা ভাই গাড়ী থামাতে বললেন। ইশারা করলেন বাহনটি একটু পিছিয়ে ডানে রোড ডিভাইডারের পাশে একটি ল্যাম্পপোস্ট ঘেঁষে দাড়াতে। প্রথমে কারণ বুঝি নাই, দেখি ভাই কি করে! যখন বুঝলাম, ঝটপট মুঠোফোন বের করে এমন অসধারণ দৃশ্যটা ধারণ করলাম।
তিনি বলেন, তৃণমূল এইজন্যই তাকে দেশরত্ন শেখ হাসিনার গোলাম রাব্বানী বলে।
ফ্রেশ ইমেজের এই নেতা বিভিন্ন মানবিক ও সাংগঠনিক কাজ করে তৃণমূলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
কর্মীরা বলছেন, প্রধানমন্ত্রী যেরকম নেতা চেয়েছেন গোলাম রাব্বানীর মধ্যে তাঁর সবকটি বৈশিষ্ট রয়েছে।
ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন
এদিকে, রাজু আহমেদ। সম্প্রতি তাঁর ভালোবাসার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ইচ্ছাকৃত লাগানো রঙ সে টিস্যু দিয়ে পরিস্কার করছিল। বিষয়টি দেখতে পেয়ে সন্দেহবশ গাজীপুর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী সরকার ভিডিও করে রাজুকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু রাজু জানায় সে টিস্যু দিয়ে নেত্রীর বিকৃত ছবি পরিস্কার করছিল। এতে মেহেদী বিব্রত হয়; নিজের ভুল বুঝতে পারে। পরে সে ফেসবুকে ভিডিওটি আপলোড করে। এক ওয়াল, দুই ওয়াল ঘুরে ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি সাজানো কিনা তা তদন্ত শুরু হয়। তখন বেরিয়ে আসে চরম বাস্তবতায় আর ভালোবাসার এক গল্পের ইতিহাস। তাকে চাকরির ব্যবস্থা করে দেন প্রধানমন্ত্রী।