ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন দিলেন তানিম

বাংলাদেশ ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিমের নেতৃত্বে কক্সবাজার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।এসময় কক্সবাজার জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস এদেশের মা মাটি তথা স্বাধীনতার ইতিহাস।বাংলাদেশ ছাত্রলীগকে বাদ দিয়ে এদেশের ইতিহাস লিখা যাবে না।
ছাত্রলীগ হলো ছাত্রদের অধিকার অাদায়নও দাবি অাদায়ের সংগঠন অার তাই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠার এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অাদর্শকে ধারন করে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দিয়ে যাচ্ছে।এদেশের নব প্রজন্মকে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসকে জানা এবং বঙ্গবন্ধুর অাদর্শে অাদর্শিত হওয়ার অাহবান জানান।