ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


মেলায় আসছে রত্নগর্ভা মা তাসলিমা আজাদের অপ্রকাশিত রচনাবলী


১ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১৬

আপডেট:
৫ মে ২০২৫ ১৩:২৩

মেলায় আসছে রত্নগর্ভা মা তাসলিমা আজাদের অপ্রকাশিত রচনাবলী

অমর একুশে গ্রন্থমেলায় আসছে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মায়ের "রত্নগর্ভা মা তাসলিমা আজাদের অপ্রকাশিত রচনাবলী"।
বইটি তসলিমা আজাদ নিজেই লিখেছেন বইটিতে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, লেখকের বংশ পরিচয়, জন্ম, শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড এছাড়াও বইটির মূল উপাদন হচ্ছে তাসলিমা আজাদের বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শামসুদ্দিন সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের গুরুত্বপূর্ণ স্থৃতি স্থান পেয়েছে , স্বাধীনতার পর লেখকের পরিবার উপর যে নির্যাতন হয়েছে তা তুলে ধরেছেন।

জানা যায়, বইমেলার প্রথম দিনে আসছে ‘রত্নগর্ভা মা তাসলিমা আজাদের অপ্রকাশিত রচনাবলী’ শীর্ষক বই প্রকাশিত হবে। গোলাম রাব্বানীর পারিবারিক যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হবে।
একইদিনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর লেখা বই ‘ভালোবাসি বাংলাদেশ ছাত্রলীগ’। প্রিয় সংগঠন নিয়ে নিজের হৃদয় নিংড়ানো অভিব্যক্তির সমন্বয় ঘটিয়েছেন তিনি।

 

বই দুটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘বইপত্র প্রকাশন’। প্রচ্ছদ করেছেন ছাত্রলীগকর্মী শিল্পী রায়হান রনি। বই দুটি পাওয়া যাবে অমর একুশে বইমেলার বইপত্র প্রকাশনের ৩৭৬-৩৭৭ নং স্টলে।

এ ছাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদ গোলাম রাব্বানী সম্পাদিত ‘শেখ হাসিনার জয়যাত্রা’ এবারের বইমেলায় আসছে। জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে লেখা ৪০ জন বিজ্ঞ লেখকের প্রবন্ধের সমন্বয় এটি।

বইটি অমর একুশে বইমেলায় ছাত্রলীগের স্টলে পাওয়া যাবে। বইটি প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের গবেষণা সংস্থা; একাত্তর। অঙ্কন ও প্রচ্ছদ: খালিদ হাসান রবিন ও রাকিব আনোয়ার।

নেতার বই প্রকাশের কারণে স্বাভাবিকভাবেই নেতাকর্মী ও সমর্থকরা ভিড় জমাবেন বইমেলায়। গ্রন্থ সমালোচকরা মনে করছেন, এটি ভালো দিক। তরুণ প্রজন্ম নানা নেতিবাচক দিকের হাতছানি সত্ত্বেও মেলামুখি হবে, এটা আশার কথা।

তারা এভাবে মেলা ও বইমুখি হলে পাঠ্যাভ্যাসও বাড়বে, সমৃদ্ধ প্রজন্ম তৈরি হবে। দূর হবে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস।