নেছারাবাদের গুয়ারেখা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

নেছারাবাদের গুয়ারেখা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মো: রাজিব মৃধার বিরুদ্ধে মাদক সেবনসহ নারী সংক্রান্ত অবৈধ/ অনৈতিক কর্মকান্ডের অভিযোগ পাওয়া যায়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি নারী নিয়ে বিভিন্ন সময় অবৈধ-অনৈতিক কাজসহ বিভিন্ন প্রকার মাদকের সাথে জড়িত। যার স্থিরচিত্র বা ছবি / ফুটেজ সংগ্রহে রয়েছে।
জানা যায়, রাজিব মৃধা নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের ৭ নং যুগ্ম আহ্বায়ক (সাবেক)। বর্তমানে তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের জন্য সদস্য সচিব পদ দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের অনেক নেতা কর্মীরা জানিয়েছেন, মাদক নারীসহ বিভিন্ন অবৈধ ও অনৈতিক/ আইন পরিপন্থী কাজে যিনি জড়িত সে কিভাবে একটি দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখবে, তার কাছ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল/ আমরা কি আশা করতে পারি।
বিগত ফেসিস্ট শেখ হাসিনা সরকারের আমল থেকে বর্তমান সময় পর্যন্ত তাকে দলীয় কোন কর্মকান্ডে পাওয়া যায়নি। দলের প্রয়োজনে বিভিন্ন অজুহাতে বিগত কমিটিতে থাকা বেশিরভাগ সদস্যদের বিশেষ করে সাবেক যুগ্ম আহবায়ক রাজীব মৃধাকে দলের সকল কর্মকান্ড এড়িয়ে চলতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কিছু নেতা এবং কর্মীরা বলেছেন, রাজিব মৃধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে বেমানান। তিনি দলের স্বার্থে দেশের স্বার্থে নয় ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করেন।
উল্লেখ্য, সর্বশেষ গত ১৫/০৭/ ২০২২ এ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তপুর রায়হান ও সদস্য সচিব মো: মহাসিনের সাক্ষরিত দলীয় প্যাডে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৭ নং গুয়ারেখা ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন পায়।
যেখানে মো: লিটন শেখকে আহবায়ক ও মো: রাজু হাওলাদার কে সদস্য সচিব করে ৯ জন যুগ্ম আহবায়কসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত হয়। যার মধ্যে ৭ নং যুগ্ম আহবায়ক ছিলেন মো: রাজিব মৃধা।
তথ্য সূত্রে জানা যায়, তিনি বিগত দিনে দলের দুঃসময়ে বা ক্লান্তিকালে দলকে কোন ধরনের সহযোগিতা করেননি এবং দলের কোন কর্মকাণ্ডে স্ব শরীরে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে গুয়ারেখা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিটন শেখ জানান, বিগত ১৫/০৭/২০২২ তারিখের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির বেশিরভাগ যুগ্ন আহবায়কসহ অন্যান্য সদস্যবৃন্দ দুএকজন বাদে তেমন কাউকেই দলীয় কোন কর্মসূচিতে সাবলীল ভাবে পাওয়া যায়নি। যেটা স্বৈরাচার আমল থেকে বর্তমান সময় অব্দি। দলের দুর্দিনে যারা পাশে ছিলেন না এবং সভা সমাবেশ সহ দলীয় কোন কর্মকান্ডে জড়িত না থেকে আইন পরিপন্থী বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত থাকেন তাদের দিকে নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নীতি নির্ধারকরা নজরদারি রাখবেন এবং দলের ত্যাগী, নির্যাতিত, ক্লিন ইমেজ, পরিশ্রমী ও যোগ্য কর্মীকে স্থান করে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সুপ্রতিষ্ঠীত করার লক্ষ্যে কমিটির অনুমোদন দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমি বিগত স্বৈরাচার শেখু হাসিনা সরকারের ১৭ বছর রাজপথে থেকে অনেক হামলা মামলা সহ বিভিন্ন হয়রানির শিকার হয়েছি, তবুও দলকে ছাড়িনি, রাজপথ ছাড়িনি, দলের দুর্দিনে পাশে থেকেছি। অথচ আমার সাথে দলের কোন কর্মসূচিতে দু একজন বাদে তেমন কাউকে পায়নি। যারা দলের স্বার্থে দেশের স্বার্থে নয় নিজের ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করে এরাই এখন যে কোন উপায়ে দলের বড় বড় পদ বাগিয়ে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমার মতে এটা দলের আদর্শে আঘাত হানে।