ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


পুলিশের এস এই মাহবুবের চিকিৎসা,

মানবতায় অনন্য এমপি শাওন


২ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৯

আপডেট:
২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৪

পুলিশের এস এই মাহবুবের চিকিৎসার খরচ দিলেন এমপি শাওন


অসুস্থ পুলিশের এস আই মাহবুবের পাশে দাঁড়িয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন।

জানা যায়,পুলিশের এস আই মাহবুবের হার্টে দুটি রিং স্থাপনের সকল ব্যয় বার বহন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন।দীর্ঘদিন ধরে মাহবুব টাকা অভাবে চিকিৎসা খরচ চালাতে অক্ষম ।বিভিন্ন মাধ্যমে যখন এমপি শাওনের নজর আসল মাহবুবের অবস্থা, , ছুটে গেলেন হাসপাতালে এবং চিকিৎসার সমস্ত দায়িত্ব নিলেন তিনি ।


আরো জানা যায়, তিনি এইভাবে ধর্ম বর্ন জাত গোত্র উচু নিচু ধনী গরীবের বিবেচনা না করে কেবল মানুষ মানুষের জন্য এমন চিন্তা চেতনায় সর্বসময় বিপদগ্রস্থ মানুষের পাশে ছায়া হয়ে দাড়ানোর পাশাপাশি নিজের সাধ্যর চেয়েও অধিক সহযোগিতা করে শ্রদ্ধেয় এখন ভালোবাসায় সর্বজন প্রিয় জনতার নেতা এমপি শাওন হিসাবে পরিচিত।

স্থানীরা জানান, এমন কর্মগুনের ঘটনা অহরহ চালিয়ে যাওয়া মহান মানুষ এমপি শাওন সম্প্রতি পুনরায় নিজের মানবিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। যদিও এবারো সেই চিরচেনা রুপে নিরভে নিভৃতে প্রচার প্রচারনাহীন কর্মটি সম্পন্ন করলেন এমপি তিনি।