ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ঐক্যফ্রন্টের নির্বাচিতরা সংসদে যোগ দিবেন, আশা চিফ হুইপের


২ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০৩

আপডেট:
৫ মে ২০২৫ ১৭:০৭

ঐক্যফ্রন্টের নির্বাচিতরা সংসদে যোগ দিবেন, আশা চিফ হুইপের

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিতরা সংসদে যোগ দিবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন।

চিফ হুইপ বলেন, ‘ঐক্যফ্রন্ট আপাতত রাজনৈতিক কৌশল নিয়েছে। এখনো ৯০ দিন সময় আছে, তারা ঠিকই সংসদে আসবেন।’

তিনি বলেন, ‘জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তারা না এলে ভোটারদের অবমূল্যায়ন করা হবে। আমরা তাদের সংসদে আনার চেষ্টা অব্যাহত রাখব।’