অসুস্থ মামুন ও লিমার পাশে দাড়ালেন কে-ফোর্স পরিবার

ক্যান্সার আক্রান্ত মামুন ও কিডনীজনিত রোগে আক্রান্ত লিমার পাশে দাড়ালেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কট্টরপন্থী আওয়ামী অনলাইন একটিভিটিস্ট গ্রুপ কে- ফোর্স (K- Force ) পরিবার।
জানা যায়, অনলাইন এক্টিভিস্ট সৈয়দ রাসেল আহমদের বোন দীর্ঘদিন যাবত কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে দুটো কিডনীই নষ্ট হয়ে যায়।এদিকে ফেনীর অনলাইন একটিভিষ্ট সাইফ আল মামুন দুরোগ্যব্যাধি ক্যান্সার আক্রান্ত ।
তাদের চিকিৎসা খরচ ব্যয়বহুল হওয়ায় টাকা অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না এবং তাদের পরিবাবের পক্ষ যোগার করা অসম্ভব হয়ে পড়ে , এমতাঅবস্থাায় তাদের পাশে দাড়ালেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কট্টরপন্থী আওয়ামী অনলাইন একটিভিটিস্ট গ্রুপ কে- ফোর্স পরিবার
আজ কিডনীজনিত রোগে আক্রান্ত লীমা এবং ফেনীর অনলাইন একটিভিষ্ট ক্যান্সার আক্রান্ত সাইফ আল মামুনের হাতে অনুদানের অর্থ তুলে দেন কে- ফোর্স পরিবারের মেন্টর আহমেদ হাসনাইন।
এছাড়াও অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিমুল দাশ।এ সময় কে- ফোর্স টিম তাদের বাসায় গিয়ে সাহায্য প্রদান এবং চিকিৎসার খোজঁ খবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনে আরো সহযোগিতার আশ্বাস দেন কে- ফোর্স পরিবারের এর অনলাইন এক্টিভিটিস্টরা।
এসময় অনলাইন একটিভিটিস্ট কে- ফোর্স মেন্টর আহমেদ হাসনাইন বলেন ,“অনলাইনে কে- ফোর্স নাম ও লোগো ব্যবহার করে ইতোমধ্যে অসাধু কার্যাকালাপ চালিয়ে যাচ্ছে একটি চক্র। এ বিষয়ে আমরা খুব শীঘ্রই প্রশাসনের সহোযগিতা নেব”। আমরা সকল ভালো কাজের পক্ষে অবস্থান করবো ভার্চুয়ালি এবং ফিজিক্যালি। কে- ফোর্স অচিরেই একটি অনুকরনীয় প্লাটফর্মে রূপান্তরিত হবে।
মানবতাই পরম ধর্ম, অনলাইনে জামায়াত-বিএনপিকে প্রতিরোধের পাশাপাশি অনলাইন এবং বাস্তবিক জীবনে সামাজিক উন্নয়ন, অবক্ষয় রোধে ও মানবতার পাশে থাকবে কে- ফোর্স পরিবার” বলেন আরেক অনলাইন এক্টিভিস্ট শিমুল দাশ। লিমা ও মামুনের পরিবার ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কার্যালয়ে সাহয্যের জন্য আবেদন করেছেন। এ ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় নজর পড়ার দিকে জোর দেন এই দুই একটিভিস্ট। এই দুই পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন ইতোমধ্যে প্রধানমন্ত্রী অনেক অসহায়কেই সহোযোগীতা করেছেন যা তার মাতৃ মমতার বহিঃপ্রকাশ,আমরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা পাবো বলে বিশ্বাস করি।। K-force এর পাশাপাশি সমাজের বিত্তবানরাও তাদের সাহায্যে এগিয়ে আসবেন বলে মনে করে সচেতন মহল।
পরিবার এর পাশাপাশি সমাজের বিত্তবানরাও তাদের সাহায্যে এগিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি।।সাহায্য পাঠানোর ঠিকানা-**লীমা:০১৭২৬০৯৬২৭৮ ও ০১৭৪৫১৯৭৮২৪ (বিকাশ), ব্যাংক একাউন্ট নাম্বার- ৩৬১৮৪ অগ্রণী ব্যাংক লিঃ, হেতিমগঞ্জ শাখা, গোলাপগঞ্জ, সিলেট ও একাউন্ট নং-০০২৩১২১০০০৪৯৬৩৫ সাউথইষ্ট ব্যাংক লিঃ, বন্দরবাজার শাখা, সিলেট।সাইফ আল মামুনযোগাযোগঃ 01864346537 বিকাশঃ 01838598220 (পার্সোনাল)একাউন্ট নাম্বারঃ জেসমিন আক্তার Jesmin AkterA/C# 018-0310135127 NCC BANK Feni branch.