ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


এমপি শাওনের মানবিকতায় নতুন জীবন পেল মাহবুব!


৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১৬

আপডেট:
৫ মে ২০২৫ ১৬:৫৬

এমপি শাওনের মানবিকতায় নতুন জীবন পেল মাহবুব!

 

ব্যস্ত এ জীবনে কে বা কার খবর রাখে। নিজেকে নিয়ে ব্যস্ত সবাই।অন্যের খবর নেয়ার সময় বের করা কিছুতেই সম্ভব হয়ে উঠে না। এক্ষেত্রে নুরুন্নবী চৌধুরী শাওন ব্যতিক্রম।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের মানবিকতায় নতুন জীবন পেল অসুস্থ পুলিশের এস আই মাহবুব।

জানা যায়,পুলিশের এস আই মাহবুবের হার্টে দুটি রিং স্থাপনের সকল ব্যয় বার বহন করেছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

এ সম্পর্কে পুলিশের এস আই মাহবুব বলেন,শুকরিয়! আমার এই মূহুর্তে বলার কোন ভাষা নেই, তবে নুরুন্নবী চৌধুরী শাওনকেই বলে মানবিক নেতা।তিনি আমার নতুন জীবন দিয়েছেন।