উন্নয়ন বঞ্চিত সন্ত্রাসের জনপদকে পাল্টে দেন এমপি শাওন!

উন্নয়ন বঞ্চিত সন্ত্রাসের জনপদকে পাল্টে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন ।
জানা যায়, গত ৮ বছরে পাল্টে গেছে দুই উপজেলার ক্ষতস্থানের চিত্র। উন্নয়নের ছোঁয়া এখন লালমোহন- তজুমদ্দিনের প্রতিটি পাড়া-মহল্লায় বিরাজ করছে।
২০১০ সালের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে নুরুন্নবী চৌধুরী শাওন এমপি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করে পাল্টে দেন এখানকার চিত্র। জনসাধারণের ভাগ্য উন্নয়নে নিরলস প্রচেষ্টা, মৌলিক চাহিদা পূরণে শিক্ষা, স্বাস্থ্য স্যানিটশনসহ রাস্তা, ব্রিজ, কালভার্ট, পুল, স্কুল-কলেজ, মাদরাসা প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ, ভিজিডি, ভিজিএফ, বয়স্কভাতা, বিধবাভাতা ও পঙ্গুভাতা প্রদান করে তিনি।
এদিকে ২০১০ সালের পূর্বে উন্নয়ন বঞ্চিত সন্ত্রাসের জনপদ হিসেবেই দেশব্যাপী পরিচিত ছিলো ভোলা-৩। বিশেষ করে ২০০১ সালের পর বিএনপি দলীয় সাবেক মন্ত্রী মেজর হাফিজের মদদে আওয়ামীলীগ নিধন, খুন, ধর্ষন, লুটপাট ছিলো ওপেন সিক্রেট। এমনকি ওই সময় আওয়ামীলীগ নেতা-কর্মীর উপর হামলাকারী সন্ত্রাসীদের জন্য বিশেষ পুরস্কার ছিলো গম বা চালের টন। ২০১০ সালের ২৪ এপ্রিল উপ-নির্বাচনে ভোট বিপ্লবেে এমপি নির্বাচিত হন তৎকালীন ঢাকা মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক নূরুন্নবী চৌধূরী শাওন। এর পরই বদলে যাওয়ার ইতিহাস শুরু হয় লালমোহন তজুমুদ্দিন উপজেলার চিত্র। এমন বাস্তব জোড়ালো দাবী করেন উপজেলার সাধারন মানুষ।
অন্যদিকে শাওন নিজের মেধা দক্ষতা প্রজ্ঞা দিয়ে ধীরে ধীরে বহুমাত্রিক উন্নয়নের ছোঁয়ায় ডিজিটাল বাংলাদেশের আধুনিকতায় রোল মডেল উপজেলায় পরিনত হয় লালমোহন তজুমুদ্দিন।
উন্নয়নের পালকে যোগ হয় এশিয়া মহাদেশের একমাত্র সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক থেকে শুরু করে নানা স্থাপনা। এলাকার উন্নয়নের সাথে জনগনের প্রকৃত সেবা নিশ্চিতে এমপি শাওন বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।
এরই সাথে ভ্রাতৃত্বের গনতান্ত্রিক প্রক্রিয়ায় গড়ে তোলেন শান্তীর নীড়। যার ফলশ্রুতিতে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় নির্বাচনে আড়াই লক্ষ ভোটের জনপ্রিয়তার স্রোতে মাত্র আড়াই হাজার ভোট পেয়ে জামানত হারান ছয়বার এমপি থাকা সাবেক মন্ত্রী হাফিজ। এরই মধ্যদিয়ে টানা তৃতীয়বার এমপি নির্বাচিত হন শাওন
এ বিষয়ে এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধূরী শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবহেলিত জনপদের উন্নয়ন সাধন এবং জনগনের কল্যানে কাজ করে যাবো।