ছাত্রলীগ নিয়ে বিরুপ মন্তব্য করলে কেপে ওঠে বঙ্গবন্ধুর সমাধি!

ছাত্রলীগকে নিয়ে বিরুপ মন্তব্য করলে কেপে ওঠে বঙ্গবন্ধুর সমাধি বলে মন্তব্য করেছেন নড়াইল-১ আসনে সাংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক ষ্টাটাসে এ মন্তব্য করেন ।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতা হওয়ার পূর্বে দুটো রাজনৈতিক জীবন পার করতে হয়। সেটা ছাত্রলীগের রাজনৈতিক জীবন এবং যুবলীগের রাজনৈতিক জীবন ।
বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনটি গঠন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি গঠন করা এই সংগঠনটি বর্তমান সময়কাল পর্যন্ত যার ভূমিকা কোন ভাবেই অস্বীকার করার নয়।
বাংলাদেশ আওয়ামী লীগ থেকেও বাংলাদেশ ছাত্রলীগ আগে প্রতিষ্ঠিত। আর যার প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু নিজে। তাই ছাত্রলীগকে নিয়ে বিরুপ মন্তব্য করলে কষ্ট পাই, দুঃখ পাই, কেপে ওঠে বঙ্গবন্ধুর সমাধি আর গর্জে ওঠে সারা বাংলা।
অথচ রাজপথ মোকাবেলা করে কারা?
ভোট পাহারা দেয় কারা?
আমাকে আপনাকে গাড়িতে তুলা পর্যন্ত সাথে থাকে কারা? আমার আপনার জনপ্রিয়তা বাড়ানোর জন্য পরিশ্রম করে কারা?
মনে রাখবেন প্রশাসন সরকারের, কিন্তু ছাত্রলীগ ও যুবলীগ বঙ্গবন্ধু, আওয়ামীলীগ ও শেখ হাসিনার।
তাই প্রতিটি নেতার উচিত ছাত্রলীগকে দেখে শুনে রাখা । ছাত্রলীগের নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ আগে পড়ালেখা করবে। দীক্ষা নয়, শিক্ষা গ্রহণ করতে হবে এবং পরে সংগঠন ও রাজনীতি করবে। আর তোমাদের রাজনীতি হোক সত্য, সুন্দর ও মানবিক । ভালবাসা রইল বাংলাদেশ ছাত্রলীগের প্রতি।