ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ভোলা-৩ আসনের নামসর্বস্ব আ'লীগকে সেরা সংগঠন বানিয়েছেন শাওন


৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৬

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৭

ভোলা-৩ আসনের নামসর্বস্ব আ'লীগকে  সেরা সংগঠ বানিয়েছেন শাওন


লালমোহন তজুমুদ্দিন দুই উপজেলা নিয়ে জাতীয় সংসদের সংসদীয় আসন ১১৭,ভোলা-৩.স্বাধীনতার পর থেকে ২০১০ সাল অবধি নামসর্বস্ব সংগঠন হিসেবে বিবেচিত ছিল এ দুই উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।


দলীয় ও স্থানীয় সূত্র মতে, লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা আওয়ামীলীগ কিংবা সহযোগী সংগঠনগুলোর অবস্থা এতটাই শোচনীয় ছিলো যে টানা ১৯ বছর কেবল মাত্র সভাপতি দিয়েই চলেছে আওয়ামীলীগের কার্যক্রম। যার ফলে এ অঞ্চলে আওয়ামীলীগ বলতে নামসর্বস্ব সংগঠনকেই বুঝা যেত। সেখানে নারী নেতৃত্বের বিকাশতো ছিলো স্বপ্নের অতীত।

এ অবস্থা ছিলো ২০১০ সাল পর্যন্ত। ২০১০ সালের ২৪ এপ্রিল উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বর্তমান তৃতীয় মেয়াদে বিজয়ী এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধূরী শাওন প্রথম নির্বাচিত হন। ঘুরে যায় পুরো এলাকা জনগন ও সংগঠনগুলোর দৃশ্যপট। দায়িত্ব নিয়েই এমপি শাওন এলাকার বহুমাত্রিক উন্নয়ন, জনগনের প্রাপ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি ঢেলে সাজাতে শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ।

শুধু তাই নয় ,যেখানে মূল দল করার লোক খুজে পাওয়া দুস্কর ছিলো সেখানে বর্তমানে উপজেলা,পৌর মহিলালীগ থেকে শুরু করে যুব মহিলালীগের সাংগঠনিক কার্যক্রম তাক লাগিয়ে দেয় জেলার অপরাপর উপজেলার সাংগঠনিক বলয়কেও। আর এর পুরো কৃতিত্ব এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধূরী শাওনের বলে দাবী দলীয় নেতৃবৃন্দের।


এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আলহাজ্জ্ব দিদারুল ইসলাম অরুন বলেন, আমাদের এমপি নূরুন্নবী চৌধূরী শাওন মহোদয়ের বদৌলতে জেলার সেরা সাংগঠনিক শক্তিশালী সংগঠন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।


একই দাবী করে পৌর আওয়ামীলীগ সম্পাদক আলহাজ্জ্ব সফিকুল ইসলাম বাদল বলেন, জননেতা এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধূরী শাওন মহোদয়ের সাংগঠনিক ক্যারিশমায় এখন এ অঞ্চলের ভেতর আমাদের এলাকার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো সবচেয়ে সেরা সংগঠন।
লালমোহন পৌর মহিলালীগ সম্পাদিকা সালমা জাহান বুলু বলেন, যেখানে মুল দলের নেতাকর্মী খুজে পাওয়া ছিলো স্বপ্নের মত সেখানে এমপি শাওন মহোদয়ের বদৌলতে মহিলালীগের কার্যক্রম সাংগঠনিক বলয়ে শক্তিশালী সংগঠনে রুপ নিয়েছে।


এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্জ্ব নূরুন্নবী চৌধূরী শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়ে যখন পাঠিয়েছেন তখন থেকেই আমি নেত্রীর বিশ্বাস সম্মানের কথা মাথায় নিয়ে কাজ করা শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যতদিন বাঁচবো কাজ করে যাবো।