ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


জয়পুরহাটে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্য আটক


৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৩

আপডেট:
৫ মে ২০২৫ ১৭:৪৬

জয়পুরহাটে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্য আটক

জয়পুরহাট: জয়পুরহাটে প্রশ্নপত্র ফাঁস চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের বৈরাগী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক চারজন হলেন- জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকার ধ্রুব দাস, আরমান অভি, অর্ণব খন্দকার ও দ্বীপ দাস।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারি পুলিশ সুপার আজমল হোসেন জানান, ওই চার জন প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য। তারা এবারের এসএসসি পরিক্ষার্থীদের মোবাইল ফোনে প্রশ্নপত্র দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে পরিক্ষার্থীদের কাছে বিকাশে টাকা হাতিয়ে নিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে শহরের বৈরাগী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।