ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


অছাত্র-বহিরাগতদের হল ছাড়ার অনুরোধ করলেন গোলাম রাব্বানী


প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৬

 অছাত্র-বহিরাগতদের হল ছাড়ার অনুরোধ করলেন গোলাম রাব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে হলকে বহিরাগতমুক্ত করতে অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার অনুরোধ করলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী । অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে ওঠার সময় এ কথা বলেন তিনি।


তিনি এসময় আরো বলেন, ‘আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে হলকে বহিরাগতমুক্ত করার জন্য প্রভোস্ট কমিটির স্ট্যান্ডিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মাস্টার্স শ্রেণির যে সব ছাত্রের পরীক্ষা শেষ হয়েছে এবং বহিরাগতদের হল ছেড়ে যেতে হবে।
নতুনদের জন্য জায়গা করে দিতে হবে বা যাদের হলে থাকার অধিকার আছে তাদের হক বুঝিয়ে দিতে হবে। তিনি আরো বলেন, সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে আমরা ডাকসু নির্বাচন জয় করব ।ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে দাড়াবে, ছাত্রলীগ কি উদ্দেশ্য প্রতিষ্ঠা হয়েছে, তা আগে বাস্তবায়ন কর । তাহলে সাধারণ শিক্ষার্থীরা আমাদের বন্ধু ভাববে ।
গোলাম রাব্বানী এসময় আরো বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে গণরুমে আমরা ফ্যান লাইট সহ যে সমস্যা আছে তা সমাধান করে দিব।