এমপি শাওনের ক্যারিশমায় বিএনপির দূর্গ এখন আ'লীগের

বিএনপির দূর্গ বলে খ্যাত ভোলা-৩ এখন আওয়ামী লীগের জমজমাট অবস্থা। রাজনৈতিক ও সাংগঠনিকভাবে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে ক্ষমতাসীন এ দলটি।
আর এটি সম্ভব হয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধূরী শাওন নিজের মেধা দক্ষতা পরিশ্রম দলীয় নীতি আর্দশের সমন্বয়ে কর্মগুণে।
জানা যায়, বিএনপির দূর্গ খ্যাত এলাকাটিতে আওয়ামী লীগের শক্ত ঘাটিতে রুপান্তর করেন নুরুন্নবী চৌধুরী শাওন। যার ফলে প্রতিপক্ষ দলের নেতাকর্মীগন সাংসদ শাওনের কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগে যোগদান করেন। যে করনে শাসকদল কর্মীমুখর দলে রুপ নিলেও প্রতিপক্ষ দল বিএনপি কর্মী শূন্য দলে রুপ নিতে থাকে। বিএনপি নামক দলটির এ আসনে অবস্থা এমন পর্যায়ে পৌছেছে যে, বর্তমানে বিএনপির দলীয় কার্যালয়ে সন্ধ্যা বাতি জ্বালানোর মত লোক তথা কর্মী খুজে পাওয়া দুস্কর হয়ে পরেছে।
স্থানীয় ও দলীয় সূত্র মতে, বিএনপি ক্ষমতা কালীন সময়ে দলের সাবেক সাংসদ ও সাবেক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন, পরিবারতন্র প্রতিষ্ঠা, আত্মীয় স্বজনকে টাকার পাহাড় বানানোর অবাধ সুযোগ প্রদান, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর নিপীড়ন নির্যাতন, গুম খুন, ধর্ষন, লুটপাট নিয়মিত রুটিনে পরিনত হয়। অপরদিকে শাসক দলের সাংসদ নূরুন্নবী চৌধূরী শাওন নিজের মেধা দক্ষতার সমন্বয়ে এলাকার বহুমাত্রিক উন্নয়ন, জনগনের প্রাপ্য সেবা নিশ্চিত করন, সহবস্থানমূলক , গনতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির সাথে সাথে সন্ত্রাসের পরিবর্তে শান্তীর নীড় গড়ে তোলেন।
শাসক নয় সেবক হয়ে সাধারন মানুষের সুখ দুঃখের সমান অংশীদার হয়ে পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে হরহামেশ বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। সাংসদ শাওনের এমন মানবতা মানবিকতা মানবসেবার মত কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান শুরু করেন। বিএনপিসহ অপরাপর প্রতিপক্ষ দলের নেতাকর্মীরা যোগদানের ফলে পরিস্থিতি এমন আকার ধারন করে যা এ আসনের রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করে।
কার্যত আওয়ামীলীগ ছাড়া এ আসনে বিএনপি কিংবা অন্য দলের কোন জায়গা নেই। আর এমন পরিবেশ তৈরির মাধ্যমে সাংসদ শাওন নিজের আকাশচুম্বী জনপ্রিয়তার প্রমান দেন। যে কারনে বিএনপির ঘরে বাতি জ্বালানোর মত লোক তথা নেতাকর্মী খুজে পাওয়া অসম্ভব বিষয়ে পরিনত হয়েছে।