ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


দ্বিতীয় ধাপের ১২২ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা আ’লীগের


১১ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:০১

আপডেট:
৫ মে ২০২৫ ২০:৫২

দ্বিতীয় ধাপের ১২২ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা আ’লীগের

উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত ১২২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, “এটি তালিকা প্রকাশের দ্বিতীয় ধাপ। ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে।”

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ১৮ মার্চ।

আগামী ১০ মার্চ ৮৭টি উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে এবারের উপজেলা নির্বাচন। এ ধাপের উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে ৮৭ প্রার্থীর নাম শনিবার ঘোষণা করে আওয়ামী লীগ।

এবার পাঁচ ধাপে উপজেলায় ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ আর পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি-প্রধান জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোট। একই ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাম গণতান্ত্রিক জোট।