ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন শাওন


১১ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৬

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০১

সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন শাওন


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসন থেকে নির্বাচিত নূরুন্নবী চৌধূরী শাওনকে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

রোববার গঠিত ১০টি সংসদীয় কমিটির সভাপতি পদে সাবেক মন্ত্রীদের অগ্রাধিকার দেয়া হয়। এদিন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে রমেশ চন্দ্র সেনকে। এ কমিটির কমিটির অন্য সদস্যরা হলেন- হলেন- প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এনামুল হক শামীম, আফজাল হোসেন, ইকরামুল হক চৌধুরী, নজরুল ইসলাম ও ফরিদুল হক খান ।

এদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি শাওনকে অভিনন্দনের ঝড় বইছে। নিজ এলাকাসহ এমপি শাওনের শুভাকাঙ্ক্ষীরা এ অভিনন্দন জানান।
উল্লেখ্য, ভোলা-৩ আসন থেকে নির্বাচিত নূরুন্নবী চৌধূরী শাওন টানা তৃতীয়বার সংসদ সংসদ্য নির্বাচিত হয়েছেন।