খোলা চিঠিতে যা বললেন জোবায়দুল হক রাসেল!

আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে খোলা চিঠি লিখেছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সদস্য জোবায়দুল হক রাসেল ।
দৈনিক আমাদের দিনের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হল।
খোলা চিঠি--
বরাবর,
বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ অঙ্গসংগঠনের সহযোগী নেতা-কর্মী বৃন্ধ।
বিষয়ঃ রাজনৈতিক অন্তঃকোন্দল এবং ভুল ভ্রান্তি ক্ষমা প্রসঙ্গে ।
সম্মানীত বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মাননীয় এম'পি আ,স,ম,ফিরোজ এম পি মহোদয়। সম্মানীত সাধারন সম্পাদক, বাউফল উপজেলা আওয়ামী লীগ, জনাব মোতালেব হাওলাদার এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক-বাউফলের পৌর মেয়র জিয়াউল হক জুয়েল ভাই সহ বাউফল উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সহযোগী নেতা-কর্মীদের কে জানাই আমার সালাম,
আসসালামু আলাইকুম!
আমার এই ক্ষুদ্র রাজনৈতিক জীবনে আমি আপনাদের রাজপথের সাথী, আমি আপনাদের কারো সন্তানের মত
,কারো ভাইয়ের মত,কারো বা বন্ধুবর সহযোদ্ধা। আপনাদের দোয়া এবং স্নেহ- ভালবাসা নিয়ে ছাত্ররাজনীতি দিয়ে রাজনৈতিক পথযাত্রা শুরু করেছিলাম। আপনাদের দোয়ায় দুর্দিনের ছাত্ররাজনীতি থেকে শুরু করে আজ আমি পটুয়াখালী জেলা আওয়ামী লীগ এবং ঢাকা মহানগর দঃ আওয়ামী লীগের সদস্য। আমি আমার এ ক্ষুদ্র জায়গা থেকে বাউফলের সকল নেতা-কর্মীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চেস্টা করেছি। আমার এ দীর্ঘ পথচলায়, আমার আচরণে কেউ যদি কস্ট পেয়ে থাকেন,তাহলে ক্ষমা করে দিবেন! কারন, আমরা কেউই ভুলের ঊর্ধে নোই। আর রাজনীতির তীক্ষ্ণ প্রতিযোগিতায় আমি আপনাদের অনেকের ব্যবহারে কস্ট পয়েছি তবুও কখনই প্রতিহিংসা পরায়ণ হয়ে কোন কাজ করি নাই, এবং কারো প্রতি রাগ -অভিমান থেকে থাকলেও হ্রদয়ের অন্তস্তল থেকে অভিমান ভুলে সবাই কে ক্ষমা করে দিয়েছি! কারন, আমি সবসময় বাউফলের সবাই কে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চেস্টা করেছি এবং ভবিষ্যতের রাজনীতিতে ও করে যাবো। বিগত দিনে দলের সিদ্ধান্ত এবং দেশরত্ন জননেএী শেখ হাসিনার উপর আস্থা রেখে ব্যক্তি স্বার্থের ঊর্ধে থেকে দলের জন্য কাজ করেছি এবং আগামী দিন গুলতে ও করে যাবো। আপনাদের দোয়া এবং ভালবাসা একান্ত কাম্য।
জোবায়দুল হক রাসেল,
সদস্য, পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ও ঢাকা মহানগর দঃ।