ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


ডাকসুর তফসিল: ২৫ পদে ভোট ১১ মার্চ


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩৭

ডাকসুর তফসিল: ২৫ পদে ভোট ১১ মার্চ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ মার্চ ডাকসুর ২৫টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৯-২৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা ২৬ ফেব্রুয়ারি।

প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৭ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহার ২ মার্চ। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা ৩ মার্চ প্রকাশ করা হবে।

এছাড়া ৫ মার্চ সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে।

দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আবাসিক হলে ভোটকেন্দ্র এবং প্রার্থীদের বয়স নিয়ে বিভিন্ন সংগঠনের আপত্তির মধ্যেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।