ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


নিজ অর্থায়নে শহীদ মিনার নির্মাণ করলেন শাওন!


২০ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১০

আপডেট:
২০ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৪

নিজ অর্থায়নে শহীদ নির্মাণ করলেন শাওন!


নিজ অর্থায়নে ব্যক্তিগত উদ্যোগে শহীদ মিনার নির্মাণ করলেন ভোল-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

জানা যায়, ভোল-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন নিজ অর্থায়নে ব্যক্তি উদ্যোগে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার সচেতন মহল। ব্যক্তি উদ্যোগে নির্মিত শহীদ মিনারটি সারা উপজেলায় সাড়া জাগিয়েছে।

স্থানীভাবে জানা যায়, ৫২'র ভাষা আন্দোলনের অর্ধশতাব্দী পর লালমোহনবাসী এই প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা সুযোগ পাবে বলে জানা যায়। বর্তমান সাংসদ নূরুন্নবী চৌধূরী শাওনের ব্যক্তিগত অর্থ ব্যয়ের মাধ্যমে শহীদ মিনারটি নির্মান করা হয়। এর পূর্বে এ উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র একটি শহীদ মিনারকে নামমাত্র কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে সকলের পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতো উপজেলা বাসী। স্থানীয় সাংসদ শাওন দায়িত্ব গ্রহনের পর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র ওই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিষয়টি নজরে আসে এবং ব্যতিত হন। তাৎক্ষণিক সাংসদ শাওন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার নিজ অর্থায়নে তৈরির ঘোষনা দেন। পরে সরকারী শাহবাজপুর কলেজ মাঠ তথা এশিয়া মহাদেশের একমাত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক লাঘোয়া মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মান করা হয়। এদিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ থেকে এমন মহতী উদ্যেগের জন্য পুরো উপজেলা বাসী সাংসদ শাওনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানান।