ডাকসু নির্বাচন: আলোচিত প্রার্থী যারা

প্রায় তিন দশক পর আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র সংসদের বহুল প্রত্যাশিত এ নির্বাচনে আলোচনায় রয়েছে চারটি সম্ভাব্য প্যানেল। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী ছাত্রলীগ সরকারসমর্থিত জোট সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত সংগঠনগুলোকে নিয়ে সম্মিলিত প্যানেল দেওয়ার কথা ভাবছে।
পাশাপাশি টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর শীর্ষ নেতাদেরও নিজেদের পক্ষে আনার চেষ্টা চালাচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগের প্যানেলে থাকছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনকেও ভিপি বা জিএস পদে ভাবা হচ্ছে।
তাদের বাইরে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আদিত্য নন্দী, আইন সম্পাদক আল নাহিয়ান খান জয়, সহসম্পাদক খাদিমুল বাশার জয়, উপকর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, সাবেক সদস্য ফয়েজউল্লাহ মানিক ও শামসুন নাহার হলের সভাপতি নিপু তন্বী। ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদের প্যানেল থেকে আলোচনায় থাকা অন্যরা হলেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ-আম্বিয়া) থেকে মাহফুজুর রহমান রাহাত ও শাহরিয়ার রহমান বিজয়।
ছাত্রদলের প্যানেলে থেকে আলোচনায় আছে জহুরুল হক হলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৭-০৮ সেশনের শিক্ষার্থী হাসান আল আরিফ, সূর্য সেন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. কাইউম উল হাসান, একই কমিটির সদস্য মাহফুজ চৌধুরী, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান রাফসান ও ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নুরে আলম ভূঁইয়া ইমন।
বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যে আলোচনায় রয়েছেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাবি সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক রাজিব দাস, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক ঐশ্বর্য আহমেদ ও সদস্য কাজী মালিহা।
ছাত্রফ্রন্টের (বাসদ-মার্কসবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসান, বিন ইয়ামিন মোল্লা, সোহরাব হোসেন, মশিউর রহমান নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে আভাস মিলেছে।
এ লক্ষ্যে তারা প্রচারও চালাচ্ছেন। টিএসসিভিত্তিক সংগঠন এদিকে টিএসসিভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাদের দলে টানতে চেষ্টা চালাচ্ছে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো। এদের মধ্যে আলোচনায় আছে ডিবেটিং ক্লাবের সভাপতি এস এম রাকিব সিরাজী, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মুতি আসাদ, স্লোগান ’৭১-এর সাবেক সভাপতি ফয়েজউল্লাহ মানিক, ঢাবি নাট্য সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ তালুকদার ও সাইক্লিং সোসাইটির সভাপতি মাহমুদুল হাসান। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।