ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


শাসক নয়, সেবক হিসেবে জনগণের পাশে শাওন!


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০১

আপডেট:
২৭ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৩

শাসক নয়, সেবক হিসাবে জনগণের পাশে শাওন!

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধূরী শাওন নিজ এলাকার মানুষের কাছে শাসক নয় সেবক হিসেবেই ইতিমধ্যে আস্থা অর্জন করেছেন। জনগনের প্রাপ্য সেবা প্রদানে সাংসদ শাওন বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে সাধারণ জনগনের দাবী।


স্থানীয় সূত্র মতে, লালমোহন তজুমুদ্দিনের সাধারন জনগন সব সরকারের শাসনকালে ভাগ্য বঞ্চিত হয়েছেন। ভোটের সময় কালে ক্রমে জনপ্রতিনিধিদের দেখা পেলেও ভোট শেষে পাঁচ বছরে একবারও দেখা মেলেনি ওই সকল জনপ্রতিনিধিগনের।

সংসদ সদস্যতো দূরের কথা ইউপি সদস্যদের দেখা পেতেও কাঠ খড় পুরতে হয়েছে বিগত ২০১০ সালের আগ পর্যন্ত। নূরুন্নবী চৌধূরী শাওন এমপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই এসব রেওয়াজ পুরোটাই পাল্টে যায়।

জনপ্রতিনিধি হিসেবে ইউপি সদস্যদের কাছে না পেলেও খোদ সংসদ সদস্যকে হরহামেশ কাছে পাচ্ছেন সাধারণ জনগন। বর্তমান প্রেক্ষাপটে সেবা পেতে এসকল জনগনকে আর জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে দিনের পর দিন ঘুরতে হয় না।

বরং স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধূরী শাওন নিজ এলাকার সাধারন জনগনের প্রাপ্য সেবা নিশ্চিতে নিরলস ছুটে চলছেন। শুধু তাই নয় এলাকাবাসীর প্রকৃত সেবা প্রদানে গভীর রাতেও বাড়ি বাড়ি গিয়ে খোজ খবর নিচ্ছেন বলে সাধারন মানুষ জানায়।


উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ছিন্নমূল বেড়িবাধে বসবাসকারী সত্তর বছর বয়সী জমেলা খাতুন জানান, বাবারে আমাগো দরকারে মেম্বরগোরেও পাইতে মাসকে মাস গুরতে হইছে। তয় এহন মোগো এমপি সাব একজন ফেরেশতা। এবার শীতে তিনি নিজে রাইত ২ টার সময় আমাগো ঘরে আইসা কম্বল দিয়া গেছে।

এমন মানুষ আইজগার দিনে পাওয়া যায়না। আল্লাহ এমপি সাবরে দীর্ঘায়ু দান করুক।
এমন ভাবে নিজ এলাকার জনগনের প্রকৃত সেবা প্রদানের ক্ষেত্রে শাসক নয় একজন প্রকৃত সেবক সংসদ সদস্য নূরুন্নবী চৌধূরী শাও।