নেতা নয়,ভাই হিসেবে পাশে থাকতে চাই: গোলাম রাব্বানী

নেতা হিসেবে নয়, ভাই হিসেবে অতীতের ন্যায় সুখে দুঃখে,যেকোনো যৌক্তিক প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে থাকতে চান ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানবতার ফেরিওয়ালা খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু'র) সাধারণ সম্পাদক (জিএস ) প্রার্থী গোলাম রাব্বানী।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোষ্টে এমন্তব্য করেণ।
তিনি বলেন, আমি আপনাদের গোলাম রাব্বানী, নেতা নয়, ভাই হিসেবে অতীতের ন্যায় সুখে দুঃখে,যেকোনো যৌক্তিক প্রয়োজনে আপনাদের পাশে থাকতে চাই।
আমার ব্যালট নং ০৩;
আমার প্রাণের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, ১১ মার্চ ডাকসু নির্বাচনে জিএস পদে ভালোবাসার ম্যান্ডেট চাই
উল্লেখ্য, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে ৪৩ হাজারের বেশি ভোটারের ভোট পেতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২৯ প্রার্থী।
হল সংসদে ভিপি জিএসসহ লড়ছেন ৫০৯ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ২১ ও জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ প্রার্থী।
হল সংসদে ভিপি জিএসসহ সলিমুল্লাহ মুসলিম হলে ২৭, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ২২, জগন্নাথ হলে ২৮, ফজলুল হক মুসলিম হলে ৩৬, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ২৭, সূর্য সেন হলে ২৬, হাজী মুহম্মদ মুহসীন হলে ৩৩, স্যার এ এফ রহমান হলে ৩৭, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২৭, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ২৬, কবি জসীম উদ্দীন হলে ২৫, অমর একুশে হলে ২৯, বিজয় একাত্তর হলে ৩০, রোকেয়া হলে ৩০, শামসুন্নাহার হলে ২৫, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ১৭, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩৪ এবং কবি সুফিয়া কামাল হলে ৩৯ জন প্রাতিদ্বন্ধীতা করছেন।