ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


জবি সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন-সম্পাদক লতিফুল


১৫ মার্চ ২০১৯ ১১:০৯

আপডেট:
৬ মে ২০২৫ ০৩:০৭

জবি সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন-সম্পাদক লতিফুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে যুগান্তরের জবি প্রতিনিধি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক পদে সমকালের জবি প্রতিবেদক লতিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।


বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিরতিহীনভাবে বেলা দেড়টা পর্যন্ত সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ ছাড়া অন্যান্য পদে বাংলাদেশ প্রতিদিনের রাশেদ হোসাইন সহ সভাপতি, আজকালের খবরের ইসমাইল হোসাইন যুগ্ম-সাধারণ সম্পাদক, নয়া দিগন্তের সাহাদাত হোসাইন (রাহাত) সাংগঠনিক সম্পাদক, দ্যা নিউ নেশনের রবিউল ইসলাম অর্থ সম্পাদক, ইত্তেফাকের আহসান জোবায়ের দফতর প্রচার ও প্রকাশনা সম্পাদক, ভোরের পাতার মাসুম বিল্লাহ এবং শেয়ার বিজের হারুনুর রশিদ কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

উপাচার্যের কনফারেন্স রুমে প্রধান নির্বাচন কমিশনার ও প্রক্টর ড. নুর মোহাম্মদ এ ফলাফল ঘোষণা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার মো. সেলিম ভূইয়া, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, সহকারী প্রক্টর মোস্তফা কামাল, সহকারী প্রক্টর কাজী মো. নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এছাড়া নতুন কমিটির নির্বাচিত সদস্যরা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও প্রক্টরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।