আ’লীগের শীর্ষ নেতৃত্বের নির্দেশে নুরুর সাথে বৈঠকে করেছিল রাব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরুর সঙ্গে প্রকাশ্যে বৈঠক করেছেন জিএস হিসাবে নির্বাচিত এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
এ বৈঠকটি নিয়ে অনেকে ষড়যন্ত্রের কথা বলছেন। কিন্তু বৈঠকের বিষয়টি আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের জানিয়েই করেছিলেন।
এমনকি বিষয়টি গোয়েন্দা সংস্থার লোকজনও জানতো। বৈঠকে কোনো ধরণের ষড়যন্ত্র করা হয়নি এবং অনেকের উপস্থিতিতেই সেই বৈঠক হয়েছিল।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের পরামর্শেই নূরুকে ছাত্রলীগের প্যানেলে একটি সম্পাদকীয় পদে মনোনয়ন দেয়ার ব্যাপারে সেখানে আলোচনা হয়েছিল।
কিন্তু ছাত্রলীগের অন্য দুই নেতার বিরোধিতার কারণে সেটা সম্ভব হয়নি। ফলে ভিপি পদে শোভনকে পরাজিত করেছেন নূরু।
অন্যদিকে, শোভন ও রাব্বানীর প্রাপ্ত ভোট ব্যবধান বিবেচনা করলেও দেখা গেছে, শোভনের পরাজয়ের জন্য কোনোভাবেই রাব্বানী দায়ী নয়। হল ভিত্তিক তাদের প্রাপ্ত ভোটে খুব বেশি ব্যবধান নেই।
রাব্বানী ১০৪৮৪ ভোট পেয়েছেন আর শোভন পেয়েছেন ৯১২৯ ভোট। ছাত্রলীগের যে অংশটি শোভনকে হারানোর জন্য কাজ করেছে, তারা রাব্বানীকেও হারাতে চেয়েছিল।
স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফুর রহমান আসিফ ৪ হাজার ভোটের বেশি না টানলে এই ভোটগুলোর বেশির ভাগই রাশেদের পক্ষে যেত। তাহলে রাব্বানীও পরাজিত হতেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে চমৎকার সম্পর্কের কারণে শোভনের চেয়ে ১৩৫৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।