ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


অগ্নি সচেতনায় জবিতে ছাত্রলীগের লিফলেট বিতরণ


৮ এপ্রিল ২০১৯ ১০:৩১

আপডেট:
৬ মে ২০২৫ ০৫:০৯

নাগরিক সভ্যতার লোভ, পাপ আর উদাসীনতার আগুনে পুড়ছে রাজধানী ঢাকা। দেড় কোটি মানুষের এ নগরীতে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে।এর প্রতিরোধে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ।এই অংশ হিসাবে অগ্নি সচেতনতায় অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একদল তরুন।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাধারণ জন সচেতনার লক্ষ্যে রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিফলেট বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক দপ্তর সম্পাদক শাহবাজ বর্ষণ।
জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সৌজন্যে এ লিফলেট বিতরণ করা হয় এবং পাশাপাশি অগ্নি সচেতনতামূলক বিভিন্ন উপদেশ প্রদান করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, পুরান ঢাকার চুড়িহাট্টা অগ্নিকান্ডে ৭১ জনের মর্মান্তিক মৃত্যুর পর বনানীতে ২৬ জনের প্রাণ গেল ভয়াল অগ্নিকান্ডে । ২৬ তাজা প্রাণের মর্মান্তিক মৃত্যুর দুই দিনের মাথায় কয়েক ঘণ্টার ব্যবধানে ভোরে গুলশানের ডিএনসিসি কাঁচাবাজার ও সুপার মার্কেট পুড়ে ছাই হলো আর বিকালে গুলশান-২ নম্বরে বহুতল ডেল্টা লাইফ টাওয়ারে লাগল আরেক আগুন। ভোরের আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে ডিএনসিসি কাঁচাবাজার ও সুপার মার্কেটের ২ শতাধিক দোকান। সেটিও দ্বিতীয়বার পুড়ল দুই বছরের মাথায়।