ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


স্বাস্থ্য দিবসে বিনামূল্যে রক্ত নির্ণয় করল জবি ছাত্রলীগ


১০ এপ্রিল ২০১৯ ১৮:৩০

আপডেট:
৬ মে ২০২৫ ০৯:৩৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার ছাত্রলীগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয় । এসময় প্রায় শতাধিক ছাত্রছাত্রীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।

আজ মঙ্গলবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের নিচতলায় জবি ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদের আয়োজনে এই রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করা হয়।



জানাগেছে,৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এই কর্মসূচী পালন করা হয়।কর্মসূচির অংশ হিসেবে কালকেও তারা রক্ত নির্ণয় করবেন বলে জানা গেছে।

কর্মসূচিতে শতাধিক ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীদের নাম ঠিকানা ও মোবাইল নাম্বারসহ প্রয়োজনীয় ডাটা সংরক্ষন করা হয়।
আয়োজক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ জানান, এতে করে রক্তের প্রয়োজন আছে এমন মুমুর্ষূ রোগীর জন্য অতি সহজে রক্ত সরবরাহ করা সম্ভব হবে। তাদের এই সামান্য কাজের ফলে বেঁচে যেতেপারে অনেক মানুষের প্রান, এমনটাই আশা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ।