ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


ইভটিজিং ও মাদক বিরোধী সচেতনতায় শিক্ষার্থীদের দ্বারে দ্বারে রাজিদুল


১০ এপ্রিল ২০১৯ ১৮:৩৯

আপডেট:
১০ এপ্রিল ২০১৯ ১৮:৪৬

মানিকগঞ্জ জেলার গ্রামে গঞ্জে মাদক বিরোধী জনসচেতনতা তৈরিতে কাজ করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জেলা ছাত্রলীগ নেতা রাজিদুল ইসলাম।

তিনি প্রায় প্রতিদিন বিভিন্ন স্কুল-কলেজে মাদক বিরোধী সচেতনতায় বিভিন্ন ধরনের সভা সেমিনার আয়োজন করছেন। এলাকার গুণীজনদের কাছে তার এ ধরনের সামাজিক উদ্যোগ ব্যাপক প্রশংসা পেয়েছে।

প্রায় তিন বছর ধরে তিনি মানিকগঞ্জ জেলায় বিভিন্ন ধরনের শিক্ষামূলক কর্মকান্ড পরিচালনা করছেন। বিভিন্ন মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অসহায় শিক্ষার্থীদের ভর্তিতে সহায়তা করছেন।

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা উলাইল মডেল হাই স্কুল ইভটিজিং এবং মাদক বিরোধী আলোচনায় বক্তব্য রাখেন।

রাজিদুল বলেন, আমাদের মানবিক কাজ করা উচিত। আর এসব কাজ করে প্রচার করা উচিত। মানুষকে জানিয়ে মানবিক কাজ করলে সেটা আসলে তার মূল উদ্দেশ্য হারায়।

রাজিদুল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইনের মাস্টার্সের ছাত্র।

রাজিদুলের গ্রামের লোকজন বলেন, রাজিদুলের এ ধরনের কর্মকাণ্ড আমাদের এলাকায় তরুণ সমাজের মাঝে অনেক পরিবর্তন এনেছে। তরুণ সমাজের উচিত সমাজের সংশোধনে রাজিদুলের মত এগিয়ে আসা।