শঙ্কামুক্ত নন শেখ সেলিমের জামাতা

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় আহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী শঙ্কামুক্ত নন।
আইসিইউতে চিকিৎসাধীন মশিউল হক চৌধুরীর অবস্থা ৭২ ঘণ্টা না গেলে কিছুই বলা যাবে না। তবে আগের চেয়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
বোমা হামলায় নিহত নাতি জায়ান চৌধুরীর জানাজাস্থল বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠ দেখতে এসে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন শেখ সেলিম।
প্রধানমন্ত্রীর ফুপাতো ভাই শেখ সেলিম জামাতার শারীরিক অবস্থার কথা তুলে ধরে বলেন, মশিউলের শরীর থেকে তিন লিটার রক্ত বের হয়ে গেছে। অস্ত্রোপচার করা হয়েছে। লিভারে বোমার স্প্লিন্টার পাওয়া গেছে। পাকস্থলীও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পায়ের যে অবস্থা তাতে এখন হাসপাতাল থেকে সরানো সম্ভব নয়।
এদিকে বোমায় নিহত মশিউলের ছেলে জায়ান চৌধুরীর লাশ বুধবার দেশে আসছে। শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ জানান, বুধবার দুপুর ১টা ১০ মিনিটে শ্রীলঙ্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে জায়ানের লাশ আসবে। বাদ আসর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
নিহত জায়ানের পরিবারকে সান্ত্বনা জানাতে আজ আসেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, একটা সুখী পরিবার, সেখানে এমন একটি দুঃখজনক ঘটনা ঘটে গেল। তারা শোক কাটিয়ে উঠুক, এই আশা প্রকাশ করেন তিনি।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
প্রসঙ্গত, শ্রীলঙ্কায় খ্রিষ্টানদের ইস্টার সানডের প্রার্থনায় হামলায় নিহত বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক। রোববার তিনটি গির্জা এবং তিনটি বিলাসবহুল হোটেলে আত্মঘাতী হামলার জন্য অখ্যাত দেশীয় জঙ্গি সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাতকে (এনটিজে) দায়ী করা হচ্ছে। যদিও সংগঠনটি এখনো হামলার দায় স্বীকার করেনি।
কলম্বোর একটি পাঁচতারকা হোটেলে দুই ছেলে ও স্বামীকে নিয়ে ছিলেন শেখ সেলিম এমপির মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া। সেখানেই নৃশংস বোমা হামলায় নিহত হন শেখ ফজলুল করিম সেলিমের ৮ বছর বয়সী নাতি ও সোনিয়ার বড় ছেলে জায়ান চৌধুরী। আহত শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স কলম্বোর দেশটির আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসাধীন।