এখন সময় অনলাইন সংবাদপত্রের: প্রধানমন্ত্রী

গণমাধ্যমের ক্ষেত্রে অনলাইন সংবাদমাধ্যমের সম্ভাবনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন চাহিদা হলো অনলাইন সংবাদপত্রের।
ব্রুনাই সফর নিয়ে শুক্রবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।
গণমাধ্যমের বিশেষ করে কাগুজে পত্রিকার খারাপ সময় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যুগের চাহিদা বা প্রযুক্তির চাহিদা হলো অনলাইন সংবাদপত্রের। বিশ্বের অনেক দেশে বড় বড় পত্রিকা বন্ধ হয়ে গেছে। সেগুলো এখন কেবল অনলাইনে আছে। কাগুজে পত্রিকা বের করে না।
গণমাধ্যমের খারাপ সময় যাচ্ছে এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে শেখ হাসিনা বলেন, “অনেকেই তো এখনো টেলিভিশনের জন্য আবেদন করছেন। আমি বলেছি দিয়ে দাও। এতে চাকরির বাজার বড় হবে।”