ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণা


১ মে ২০১৯ ০৮:৩৫

আপডেট:
৬ মে ২০২৫ ০৮:১৭

শপথ না নেয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণা করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার রাতে সংসদে তিনি এ ঘোষণা দেন।

একাদশ সংসদ নির্বাচনে মির্জা ফখরুল বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন।

সংবিধানের ৬৭ (১) এর ‘ক’ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ নিতে না পারলে ওই সংসদ সদস্যের আসন শূন্য হবে। তবে এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারবেন।

একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত পাঁচজন সংসদ সদস্য শপথ নেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন সোমবার বিকেল সাড়ে পাঁচটায় শপথ নেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁদের শপথ পড়ান।

ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ২৫ এপ্রিল বৃহস্পতিবার শপথ নেন।