ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


‘নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী আজাদ


১১ মে ২০১৯ ১১:১৫

আপডেট:
১১ মে ২০১৯ ১১:২৫

 

‘নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ ছিলেন এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ।
জানা যায, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ কোন ধরনের অনিয়ম-দুর্নীতি তাকে স্পর্শ করতে পারেনি।
তিনি অত্যন্ত নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ ছিলেন।
এলজিইডির এক শীর্ষ কর্মকর্তা বলেন, আবুল কালাম আজাদ অত্যন্ত সৎ লোক ছিলেন,তিনি সব সময় অনিয়ম-দুর্নীতি থেকে দূরে ছিলেন।

সদ্য পদোন্নতি পাওয়া কর্মকর্তা মো.আশরাফুজ্জামান বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ সিনিয়র সহকারী প্রকৌশলী পদে ছিলাম। এ পদোন্নতি পেতে আমাদেরকে একটি টাকাও খরচ করতে হয়নি। এলজিইডির কয়েক জন সিনিয়র কর্মকর্তা বলেন অতিতের চেয়ে এলজিইডিতে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
এলজিইডির একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, সদ্য সাবেক প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক। প্রধান প্রকৌশলী হিসেবে যোগদানের পর এলজিইডিতে এডিপির প্রায় ৯৯.৬০ ভাগ কাজ বাস্তবায়ন হয়েছে। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এলজিইডির নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) পদায়নের বিষয়টি যথা সময়ে ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। বর্তমানে একটি বিশেষ মহল জনমনে বিভ্রান্তি ছড়িয়ে অসৎ উদ্দেশ্য হাসিল করতে চায়। একটি কুচক্রী মহল এলজিইডি নিয়ে মিথ্যা তথ্য সাজিয়ে বিভিন্ন অপচেষ্টা করছে।