গাজীপুরে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তারা হলেন মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান নাহিদকে এবং তার সঙ্গী রয়েল।
শুক্রবার রাতে গাজীপুর শহরের মুক্তমঞ্চের কাছে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মেহেদী হাসান নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে গাজীপুর শহরের মুক্তমঞ্চের কাছে একদল সন্ত্রাসী মেহেদী হাসান নাহিদ ও তার সঙ্গী রয়েলেকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ সাংবাদিকদের বলেন, ডিশ লাইনের ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন নাহিদকে কুপিয়েছে বলে শুনেছি।
গাজীপুর মেট্টোপলিটন সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, আধিপত্য বিস্তার না কি অন্য কোনো কারণে তাদের কুপিয়ে আহত করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি, তবে হামলার সঙ্গে কারা জড়িত সেটি খতিয়ে দেখা হচ্ছে।