ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


ঘুমের বড়ি খেয়ে অসুস্থ বহিস্কৃত ছাত্রলীগ নেত্রী জেরিন দিয়া


২২ মে ২০১৯ ০১:২২

আপডেট:
৭ মে ২০২৫ ১৮:৫৪

ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কৃত কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জারিন দিয়া অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এখন তিনি সুস্থ আছেন, কোন সমস্যা নেই।

২১ মে রাত ৩টা ১৫ মিনিটের দিকে ছাত্রলীগনেত্রী বিএম লিপি এ খবর নিশ্চিত করেছেন।


.
রাত ৪ টা ১০ মিনিটের দিকে ছাত্রলীগের সাবেক সমাজ সেবা সম্পাদক রানা হামিদ জানান, তিনি শঙ্কামুক্ত। আমরা তাকে এম্বুলেন্স করে ঢাকা মেডিকেল থেকে ভার্সিটি মেডিকেলে নিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত,গত ১৩ মে সন্ধ্যায় মধুর ক্যান্টিনে মারামারির ঘটনায় জড়িত থাকার দায়ে গতকাল তাকে সংগঠন থেকে বহিষ্কার করে ছাত্রলীগ। ওই ঘটনায় তিনি নিজেও আহত হয়েছিলেন।