ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


ছাত্রলীগ থেকে জেরিন দিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে


২৩ মে ২০১৯ ১১:১৭

আপডেট:
৭ মে ২০২৫ ১৮:০৯

ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কৃত কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জারিন দিয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। রাতে স্কায়ার হাসপাতালে ভর্তি জারিন দিয়াকে দেখতে গিয়ে ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদক এই ঘোষণা দেন।

ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী বলেন,দিয়া তার ভুল বুঝতে পেরেছে। সে তার ফেসবুক স্ট্যাটাস এর জন্য দুঃখ প্রকাশ করেছে। আর মানবিক দিক বিবেচনায় নিয়ে আমরা তার বহিস্কারাদেশ বিবেচনা করবো।

প্রসঙ্গত,গত ১৩ মে সন্ধ্যায় মধুর ক্যান্টিনে মারামারির ঘটনায় জড়িত থাকার দায়ে গতকাল তাকে সংগঠন থেকে বহিষ্কার করে ছাত্রলীগ। ওই ঘটনায় তিনি নিজেও আহত হয়েছিলেন।

ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের মধুর ক্যান্টিন ভর্তি মেয়ে লাগে উল্লেখ করে ফেসবুকে তার দেয়া একটি পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছিল। যদিও পরবর্তীতে তিনি ওই পোস্ট দেয়ার জন্য দুঃখ প্রকাশ করেন।