যশোর অভয়নগরে কৃষকের ধান কাটলেন ছাত্রলীগ

যশোর জেলার অভয়নগরে এক কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিয়েছেন উপজেলা ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহসহ একদল তরুণ।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কেটে দেয় তারা। এ সময় কৃষকদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান সিউল।
শেখ আব্দুল্লাহর বলেন, কৃষি প্রধান জেলা যশোর।যশোরের উৎপাদিত খাদ্যশস্য আমাদের চাহিদা মিটিয়ে দেশের বিভন্ন স্থানে যায়। যা আমাদের গৌরবের বিষয়। কিন্তু যশোরসহ সারাদেশের কৃষক বর্তমানে শ্রমিক সংকটে পড়েছে। আর কৃষকের সেই সমস্যার কথা ভেবেই ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই উদ্যোগ।
তিনি আরো বলেন, আমাদের প্রধান খাদ্য ভাত, তাই ধানের মূল্য ও চালের দামের বিস্তার ব্যবধান কমাতে হবে। চালের আমদানি বন্ধ করতে হবে। আর ন্যায্যমূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে প্রশাসন ও প্রান্তিক কৃষকের মাঝে সেতুবন্ধন গড়তে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে ছাত্রলীগের।
এ সময় ধান কাটায় সহযোগিতা করেন ছাত্রলীগের সাবেক বর্তমান নেতা কর্মীরা।