প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন: রেলমন্ত্রী

রাজশাহী থেকে খুলনার দিকে আরেকটি নতুন ট্রেন চালু করার পরিকল্পনা আছে জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন এম.পি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও সফরে এসে ঘোষণা দিয়েছিলেন ঢাকাগামী সরাসরি একটি আন্তঃনগর ট্রেন উপহার দিবেন। নির্বাচনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা রেখেছেন; আজ পঞ্চগড়-ঢাকা রেলপথে সরাসরি একটি ‘আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেসের’ উদ্বোধন হয়েছে।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের রোড রেল স্টেশনে জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, পঞ্চগড় এক্সপ্রেস নামের ট্রেনটি সাড়ে এগারো ঘন্টায় পঞ্চগড় থেকে ঢাকা পৌঁছাবে। ঠাকুরগাঁওয়ের জন্য ২৫০টি টিকিট বরাদ্দ রয়েছে। আমার বিশ্বাস আগামী দিনে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার মানুষ এই নতুন ট্রেনের যাত্রী হয়ে স্বাচ্ছন্দ্যে নিরাপদে এবং স্বল্প ভাড়ায় যাতায়াত করতে পারবে।
তিনি আরো বলেন, রাজশাহী থেকে খুলনা গামী ট্রেনটি আমার চেষ্টা করবো দ্রুত চালু করার।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কেমএম কামরুজ্জামান সেলিন, পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ অ্যাপোলো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল প্রমুখ।