রাজিদুলকে যুগ্ন সম্পাদক করে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজু আহমেদ বুলবুলকে সভাপতি এবং আব্দুল্লাহ আল মামুনকে সম্পাদক একই সাথে রাজিদুল ইসলামকে যুগ্ন সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়,২০১৫ সালে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগে জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেয়া হয়।এরপর ১৪ মার্চ ২০১৭ সালে রাজু আহমেদ বুলবুলকে সভাপতি এবং আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে প্রায় দেড় বছর পর মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
আরো জানা যায়, সবশেষ ২০১৪ সালের ২৩ জুলাই ১৫৪ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন হয়।
কিছুদিন না যেতেই সভাপতি সাদেকুল ইসলাম সোহা এবং সাধারণ সম্পাদক এনামূল হকের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দেন জেলার শীর্ষ নেতারা।
এতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন স্বাক্ষর করেন।
অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তদন্তে প্রমাণ মেলায় ২০১৫ সালের ৫ নভেম্বর জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেয়া হয়।