ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে অভয়নগর ছাত্রলীগের স্মারক প্রদান

কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন অভয়নগর উপজেলা ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়,নির্বাহী অফিসারের অনুপস্থিতে উক্ত স্বারকলিপি গ্রহন করেন মো. রেজোয়ান আলী মোল্যা,সিএ,ইউএনও অফিস ও সুব্রত কুমার রায়,নাজির সিএ,ইউএনও অফিসকে স্মারক লিপি দেওয়ার নেতৃত্বে ছিলেন অভয়নগর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহ।
স্মারক লিপিতে বলা হয়, সরকার প্রতিমণ ধান কেনার জন্য ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করেছে। প্রতি কেজি ধান ২৬ টাকা ধরে। কৃষকের খারাপ অবস্থা নিরসনে, কৃষকদের রক্ষা করতে সরাসরি ধান কেনার জোর দাবি জানিয়েছেন অভয়নগর উপজেলা ছাত্রলীগ।
স্বারকলিপিতে আরও বলা হয়, দেশব্যাপী ধানের স্বল্পমূল্যের কারণে কৃষকের অপরিসীম দূর্ভোগের শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বিক্রয়মূল্য কৃষকের মুলধন হতে কম হওয়ায় দূরাবস্থা। এমনকি সরকারকারী ভাবে সার এবং কৃষি সামগ্রী বন্টনে যে প্রক্রিয়া তাতে স্বচ্ছতার অভাব পরিলক্ষিত এবং সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে ফেলা হচ্ছে বলেও উল্লেখ করেন।
জানা যায়, প্রতি মণ ধানে কৃষকের তিনশ’ টাকা লোকসান হচ্ছে। প্রতিবিঘায় লোকসানের পরিমাণ পাঁচ হাজার টাকা। অভয়নগর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহ বলেন, ‘এমন পরিস্থিতিতে মধ্যস্বত্বভোগীদের কাছথেকে ধান ক্রয় না করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার জন্য ছাত্রলীগ জেলা প্রশাসকের মাধ্যমে সরকারকে আহ্বান জানাচ্ছে।’
স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা ছাত্রলীগ প্রায় কয়েকশ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী।