ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


বগুড়ায় ভিপি নুরের ওপর ‘ছাত্রলীগের’ হামলা


২৭ মে ২০১৯ ২২:২৭

আপডেট:
৬ মে ২০২৫ ১১:৫৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ইফতার মাহফিলে যোগ দিতে বগুড়ায় এসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, গতকাল রবিবার বিকেলে এ হামলার সময় দুই সংবাদকর্মীকেও মারধর করা হয়।

পরে আহত নুরসহ চারজন স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পথে রওনা দেন।

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বগুড়া জেলা শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব জানান, বিকেলে শহরের সাতমাথা সংলগ্ন অ্যাডওয়ার্ড পৌর পার্কে উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। সেখানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। তবে পুলিশি বাধা ও ছাত্রলীগের হামলায় সেই অনুষ্ঠানটি পণ্ড হয়ে গেছে।

তিনি জানান, তারা পৌর কর্র্তৃপক্ষের অনুমতি নিয়ে ওই মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। সেখানে প্রধান অতিথি ছিলেন ডাকসু ভিপি নুর। দুপুরের পরপরই সদর থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের (ডিএসবি) সদস্যরা ওই মিলনায়তনে গিয়ে তাদের অনুষ্ঠান বন্ধ করতে বলেন। আগাম অনুমতি না নেওয়ার কারণে পুলিশ তাদের বাধা দেয়। কিছুক্ষণ পরই দুটি মাইক্রোবাসে ভিপি নুর ও তার সফরসঙ্গীরা ওই মিলনায়তনে পৌঁছান। এরপর তারা পুলিশের সঙ্গে কথা বলতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় ভিপি নূর ছাড়াও তার সফরসঙ্গীদের মধ্যে রাতুল, আপন ও ফারুক আহত হন। ওই ঘটনার চিত্রধারণ করতে গিয়ে যমুনা টিভির ক্যামেরাপারসন শাহনেওয়াজ শাওন ও পুণ্ড্রকথা ওয়েব পোর্টালের আবদুল আওয়ালও ছাত্রলীগ কর্মীদের মারধরের শিকার হন।

রাকিব আরও জানান, ভিপি নুরসহ আহতদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর নুরসহ সংগঠনের নেতারা বগুড়া ত্যাগ করেন।

মোহাম্মদ আলী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকেয়া সুলতানা অ্যানী জানান, তাদের আঘাত তেমন গুরুতর নয়। হাসপাতালে আসার পর থেকেই তারা তাড়াহুড়া করছিলেন। বগুড়া তাদের জন্য নিরাপদ নয় জানিয়ে দ্রুত চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করছিলেন। আসার ১০ মিনিট পর তারা হাসপাতাল ত্যাগ করেন।

জেলা ছাত্রলীগ সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস বলেন, রবিবার অ্যাডওয়ার্ড পার্কের দক্ষিণ পাশের টিটু মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের ইফতার মাহফিল ছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে পৌঁছার পর জানতে পারেন পার্কের ভেতরে উডবার্ন লাইব্রেরি মিলনায়তনে সাধারণ ছাত্রদের ব্যানারে শিবির ইফতার মাহফিল করছে। ছাত্রলীগের কিছু কর্মী বিষয়টি নিশ্চিত হতে সেখানে যায়। তারা গিয়ে দেখে ঢাবির ভিপি নুরসহ ঢাকার কিছু ছাত্রনেতা সেখানে এসেছেন। তারা ভিপি নুরকে জানায় যে ছাত্রশিবিরের ইফতার মাহফিলে তিনি যেন অংশ না নেন। এ সময় তিনি ছাত্রলীগের কর্মীদের সঙ্গে বাদানুবাদ শুরু করেন। একপর্যায়ে সেখানে মারপিটের ঘটনা ঘটে।

সদর থানার পরিদর্শক রেজাউল করিম রেজা জানান, পূর্বানুমতি না নিয়ে ওই মিলনায়তনে কর্মসূচি পালনের খবর জেনে পুলিশ সেখানে যায়। পুলিশ পৌঁছার আগেই সেখানে মারপিটের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ কিছু ছাত্র তাদের মারধর করেছে বলে জানা গেছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।