ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


জবির নতুন প্রক্টর মোস্তফা কামাল


প্রকাশিত:
২৯ মে ২০১৯ ১২:৩৯

 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামালকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদের আগামী ২৫ জুলাই মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামালকে দুই বছরের জন্য প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর আগে তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রক্টর হিসেবে মোস্তফা কামাল আগামী ২৬ জুলাই থেকে তার কার্যক্রম শুরু করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।