ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


দগ্ধ লিমার চিকিৎসার দায়িত্ব নিলেন রাব্বানী


২৩ জুন ২০১৯ ২২:০৬

আপডেট:
২৪ জুন ২০১৯ ০১:১৬


নোয়াখালীর হাতিয়া উপজেলার দগ্ধ তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী লিমার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

গতকাল রাত ১০ টার সময় লিমাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় একই সাথে চিকিৎসার সব খরচ বহন করার দায়িত্ব গ্রহণ করেন রাব্বানী।
জানা যায়, লিমা আক্তার বয়স ৮ বছর তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী হাতিয়া উপজেলার ২নং চানন্দী ইউনিয়ন  বাড়ি।লিমার বাবা নেই।মা থাকলেও কিন্তু তিনি শহরে গার্মেন্টসে নামেমাত্র বেতনে চাকরি করেন।লিমা থাকে তার নানার বাড়িতে মামা -মামীর সাথে তার মা,নানা ও মামার পক্ষে তার চিকিৎসার খরচ বহন করা মোটেই সম্ভব নয়। আরো জানা যায়,

গত ছয়মাস আগে মেয়ের গাঁয়ে আগুন লেগে শরীরের ২৭ ভাগ দগ্ধ হয়
দীর্ঘ কয়েকমাস নোয়াখালী সদর হাসপাতালের অধীনে চিকিৎসাধীন ছিলো আর্থিক দুর্বলতার কারণে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি।
এর ফলে তার একটি হাত বোগলের নিচের সাথে জোড়া লাগে এবং কনুইয়ের সাথে জড়িয়ে পড়ে। তাই মেয়েটি তার হাত সোজা করতে পারেনা। এরপর ডাক্তারের পরামর্শ চাইতে গেলে ডাক্তার বলেন তাকে উন্নত চিকিৎসা (অপারেশন) জন্য ঢাকায় নিয়ে
যেতে পরামর্শ দেন।
ডাক্তারের কাছে চিকিৎসার খরচ জানতে চাইলে ডাক্তার প্রায় ২,৫০,০০০-৩,০০,০০০ লক্ষ টাকার কথা বলেন।
কিন্তু পরিবারের অস্বচ্ছলতার কারনে তাকে ঢাকা নেওয়া এবং এতো টাকা খরচ চালালো সম্ভব হচ্ছে নয়।
তাই তার পরিবারের পক্ষ থেকে দানশীল মানবিক মানুষ গুলোর সাহায্য চেয়েছেন। এমতাবস্থায় মানবিক ডাকে সাড়া এগিয়ে আসেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি লিমার সমস্ত চিকিৎসার দায়িত্ব নেন। সার্বিক পরিস্থিত পর্যাবেক্ষনের দায়িত্বে আছেন ছাত্রলীগ নেতা শিপন।